Towfiq Sultan

From WikiAlpha
Revision as of 11:43, 28 May 2023 by Towfiq Sultan (Talk | contribs)

Jump to: navigation, search

"তৌফিক সুলতান" একজন কল্যাণ অনুরাগী মানুষ। তিনি ১৯৯৯ সালের ৪ ফেব্রুয়ারী (বাংলা বৃহস্পতিবার, ২১ মাঘ ১৪০৫ বঙ্গাব্দ) ১৭ই শাওয়াল, ১৪১৯ হি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার অন্তর্গত বারিষাব গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইসলাম তাজ বালিকা দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক আব্দুল করিম এবং ফাতেমা বেগমের জ্যেষ্ঠ সন্তান ।


মোহাম্মদ তৌফিক সুলতান আল তৌফিকী
Native name Towfiq Sultan
Born মোহাম্মদ তৌফিক সুলতান আল তৌফিকী
৪ ফেব্রুয়ারী ১৯৯৯
বারিষাব, কাপাসিয়া, গাজীপুর, ঢাকা, বাংলাদেশ
Residence ঢাকা, বাংলাদেশ
Nationality বাংলাদেশী
Other names তৌফিক সুলতান আল তৌফিকী
Citizenship বাংলাদেশী
Education ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ( ২০১৯ সাল )
Occupation সমাজসেবক, কবি,লেখক
Known for সমাজসেবক, কবি,লেখক
Notable works ২০১৯ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইন্টার্নশিপ শেষ করে সামাজিক উন্নয়ন মূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করেন।
Home town কাপাসিয়া, গাজীপুর, ঢাকা, বাংলাদেশ
Title Towfiq Sultan
Parents পিতা - আব্দুল করিম মাতা - ফাতেমা বেগম


EARLY LIFE

তৌফিক সুলতান (আল তৌফিকী) ১৯৯৯ সালের ৪ ফেব্রুয়ারী (বাংলা বৃহস্পতিবার, ২১ মাঘ ১৪০৫ বঙ্গাব্দ) ১৭ই শাওয়াল, ১৪১৯ হি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার অন্তর্গত বারিষাব গ্রামে জন্মগ্রহণ করেন।যিনি তার লিখার মতোই সহজ সাবলীল।তিনি একজন মুসলিম তাঁর পিতা- আব্দুল করিম ও মাতা- ফাতেমা বেগম। তিনি ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি অনুরাগী, জ্ঞান অনুসন্ধানী ও কল্যাণ অনুরাগী ছিলেন। তিনি সততা ও কল্যাণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে "এসো মানবতার কল্যাণে কাজ করি, সুন্দর সমাজ গড়ি" এই স্লোগানে ৪ ফেব্রুয়ারী ২০১৯ সালে ওয়েলফশন মানবকল্যাণ সংঘ নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন।২০২২ সালে "ওয়েলফশন সত্য অনুসন্ধানী জ্ঞান অনুরাগী কল্যাণকামীদলের উন্মুক্ত লাইব্রেরী মুক্ত পাঠক " স্থাপন করেন।যা “Welftion Love Of Welfare” এবং “Al Towfiqi Family” দ্বারা পরিচালিত।

কবি একটি সুন্দর মৃত্যুর স্বপ্ন দেখেন। আল্লাহ্ প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ্ সাথে সাক্ষাৎ এর আশা রাখেন। তিনি ভালো কাজে হতে চান অগ্রগামী। মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য সত্য জ্ঞান অনুসন্ধান এবং অর্জন করে, সততা ও ন্যায় নিষ্ঠার সাথে মানবতার কল্যাণে কাজ করে,সুন্দর সমাজ গড়া তার লক্ষ্য মানুষের জীবন কে সহজ করার জন্য কাজ করে যেতেচান আজীবন।

ঢাকা জেলার স্থানীয় পত্রিকা দৈনিক ফুলকিতে সোমবার ২০ ফেব্রুয়ারী প্রথম বারের মতো তার লিখা ছড়া প্রকাশিত হয় খোকামণির কাজ। জাতীয় দৈনিক সংবাদপত্র ‘দৈনিক ইত্তেফাকে’ মঙ্গলবার ২১ ফেব্রুয়ারী তার লেখা কলাম প্রকাশিত হয়।২১শে বইমেলা ২০২৩ এ তার কিছু যৌথ গ্রন্থ প্রকাশিত হয়।


তিনি মনে করেন, সততা দ্বারা পরিচালিত ভালো উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একতাদ্বারা বেষ্টিত সংগঠন সাফল্য অর্জনে সচেষ্ট মানব জাতির কল্যাণে তারাই স্রেষ্ঠ।


ওয়েলফশন মানবকল্যাণ সংঘ

বিশ্বের কল্যাণকামী মানুষের একটি সম্মিলিত সংগঠন। ওয়েলফশন মানবকল্যাণ সংঘ যা বিশ্বের কল্যাণকামী মানুষের সম্মিলিত সংগঠন।যার লক্ষ্য কল্যাণকামীদের একত্রিত করা,শিক্ষা অনুরাগী, কল্যাণ অনুরাগী, জ্ঞান অনুরাগী এবং কল্যাণের জন্য একতাবদ্ধ হতে আকাঙ্ক্ষীদের নিয়ে সততা ও ন্যায়নিষ্ঠার সাথে একতাবদ্ধ হয়ে মানবতার কল্যাণে কাজ করে, সুন্দর সমাজ গড়া। শিক্ষা সচেতনতার প্রচার করা। স্ব স্ব এলাকার শিক্ষা সচেতনতা, বিশ্বে শিক্ষা, সততা ও কল্যাণের প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো ওয়েলফশনের প্রধান লক্ষ ।

Welfare,Education, Leader's, Friends, Towfiqi, Intelligence, Organization, Network.WELFTION.

Gallery

আমার কাজ সমুহ

ওয়েলফশন মানবকল্যাণ সংঘ

350361398 272952961798436 8385909147698667856 n.jpg 350170745 174555718610940 763411692636477098 n.jpg 350359926 183462444664602 4920476305577813218 n.jpg 350120036 967695181315180 598590347317635029 n.jpg 349226327 986279305710100 7365445068595899540 n.jpg 350186041 1005910143916454 4361863170096231582 n.jpg